গৃহপালিত কুকুরের জাতের তালিকা




চিত্রে চিহুয়াহুয়া এবং গ্রেট ড্যান এর ছবিটির দ্বারা কুকুরের জাতের বৈচিত্র স্পষ্টত দৃশ্যমান।
শত শত বছর ধরে কুকুরদের বাছাইকৃত বংশবৃদ্ধিকরণ করা হয়ে আসছে। কুকুরদের একই বংশধারা অথবা অন্য জাতের সংমিশ্রণে ভিন্ন বা মিশ্র জাতের কুকুরের বংশবৃদ্ধি করা হয ।এটি একটি চলমান প্রক্রিয়া এবং এর ফলে গ্রেট ড্যান হতে চিহুয়াহিয়া পর্যন্ত; ব্যাপক আকারের জাতের ভিন্নতা এবং বৈশিষ্ট্য দেখা যায়।." নিম্নের তালিকায় বিভিন্ন জাতের কুকুরের নাম ক্ষেত্র দেয়া হলো।
কুকুরকে কয়েকটি ভাগে ভাগ করা হয় যেমন:
সঙ্গী কুকুর
প্রহরী কুকুর
শিকারি কুকুর
জড়ো করবার কুকুর
কর্মী কুকুর
pets animal bazzar

এসকল ছাড়াও কুকুরের আরো বিভিন্ন ধরণ রয়েছে যেমন খেলার জন্য।
বিভিন্ন আন্তর্জাতিক জাতীয় সংস্থা কুকুরদের কয়েকটি বিষয়শ্রেণীতে বিভক্ত করেছে যা নিম্নে তালিকায় কুকুরদের নাম চিত্রের সাথে একই লাইনে উল্লেখ করা হয়েছে। তবে বিভিন্ন কুকুর তালিয়াভুক্ত না হওয়াতে তাদের কথা "উল্লেখ নেই" হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কুকুরদের নিয়ে কাজ করা এসকল প্রতিষ্ঠানগুলো হচ্ছে -
ফেডারেশন সাইনোলজিক ইন্টারন্যাশনাল
আমেরিকান কেনেল ক্লাব
আস্ট্রেলিয়ান জাতীয় কেনেল কাউন্সিল
কানাডিয়ান কেনেল ক্লাব
কেনেল ক্লাব
নিউজিল্যান্ড কেনেল ক্লাব
যুক্ত কেনেল ক্লাব।


No comments

Powered by Blogger.