রাজধানীর ধানমন্ডীতে কুকুরটি এক সাথে ১৫টি বাচ্চার জন্ম দিল ও জেনে নিন অজানা কিছু তথ্য

কুকুরটি এক সাথে ১৫টি বাচ্চার জন্ম দিল
এমনি একটি ঘটনা ঘটল রাজধানীর ধানমন্ডীর ১০/এ ৩৫ নম্বর বাড়ির সামনে ১৪টি বাচ্চার রং হয়েছে মা কুকুরের ( বাদামী )মত, বাকিটা হয়েছে সাদা-কালো
See THE VIDEO



ধানমন্ডীর দুই লেনের রাস্তায় আইল্যান্ডের উপরে কুকুরটির বসবাস  তিন বছরের অধিক সময় ধরে এলাকায় থাকতে দেখা ফুট পথে পড়ে থাকা খাবার খেয়ে  সে বেচে আছে ১০/১০/২০১৮ তারিখে সকালে ১৫টি বাচ্চাসহ বিলুপ্ত প্রায় প্রাণীটিকে দেখা যায় এতো দিন যে প্রাণীটি নিজের খাবার যোগার করতে পারতো না আজ আর ওদের খাবারের অভাব নেই কারণ ধানমন্ডীবাসী ও দর্শনার্থীরা যারা আসছেন তারা সাথে করে কিছু না কিছু তো আনসেননি যা সত্যিই মুগ্ধ করার মতো


কুকুরের ইতিহাস

কুকুর কার্নিভোরা (Carnivora) অর্থাৎ শ্বাপদ বর্গ ভুক্ত এক প্রকারের মাংশাসী স্তন্যপায়ী প্রাণী।
প্রায় ১৫ হাজার বছর আগে একপ্রকার নেকড়ে মানুষের শিকারের সঙ্গী হওয়ার মাধ্যমে গৃহপালিত পশুতে পরিণত হয়। তবে কারও কারও মতে কুকুর মানুষের বশে আসে ১০০,০০০ বছর আগে। [১]অবশ্য অনেক তথ্যসূত্র অনুযায়ী কুকুরের গৃহ পালিতকরণের সময় আরও সাম্প্রতিক বলে ধারণা প্রকাশ করে থাকে। [২][৩]নেকড়ে  শিয়াল কুকুরের খুবই ঘনিষ্ঠ প্রজাতি (নেকড়ে আসলে একই প্রজাতি)। তবে গৃহপালিত হওয়ার পরে কুকুরের বহু বৈচিত্র্যময় জাত (breed) তৈরি হয়েছে, যার মধ্যে মাত্র কয়েক ইঞ্চি উচ্চতার কুকুর (যেমন চিহুয়াহুয়া) থেকে শুরু করে তিন ফুট উঁচু (যেমন আইরিশ উলফহাউন্ড) রয়েছে।

কুকুর নিয়ে কিছু মজার তথ্য

. কুকুরের নাক শুধু ঘ্রাণ নেওয়ার জন্য নয় বরং তাদের শরীর ঠাণ্ডা রাখার জন্যও ব্যবহূত হয়!

২. মানুষের পোষা প্রাণী হিসেবে কুকুর পোষার ইতিহাস প্রায় ১২,০০০ বছর পুরোনো!

৩. একটি পূর্ণবয়স্ক কুকুরের দাঁতের সংখ্যা ৪২।

৪. কুকুরের হূিপণ্ড মিনিটে ১২০ বার স্পন্দিত হয়।

৫. কুকুর শাবক অন্ধ, বধির আর দাঁতবিহীন অবস্থায় জন্মায়!

৬. জাতভেদে কুকুর সাধারণত ৮ থেকে ১৫ বছর বাঁচে। একটি কুকুরের সর্বোচ্চ বেঁচে থাকার রেকর্ড ২৯ বছর।

৭. কুকুর শাবকরা তাদের জন্মের প্রথম কয়েক সপ্তাহ দিনের প্রায় ৯০ ভাগ সময় ঘুমিয়ে কাটায়!

৮.বাছেঞ্জি হচ্ছে কুকুরের একমাত্র জাত, যারা ডাকতে পারে না!

৯. কুকুরেরা একটা ২ বছর বয়সী মানব শিশুর মতো বুদ্ধিমত্তা রাখে।

১০. এক কামড়ে একটা কুকুর ৩২০ পাউন্ড-এর চাপ দিতে পারে তার মুখ দিয়ে।

No comments

Powered by Blogger.